Khoborerchokh logo

পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী হামলা,গুরুতর আহত-২ গ্রেফতার-১ 158 0

Khoborerchokh logo

পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী হামলা,গুরুতর আহত-২ গ্রেফতার-১

অমিতাব বর্মণ-পীরগঞ্জ, রংপুর থেকে
 রংপুরের পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে দফায় দফায় সন্ত্রাসী হামলা করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ২ ব্যাক্তিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের ভারাটিয়ারা। গত সোম ও মঙ্গলবার দফায় দফায় এ হামলার ঘটনাটি ঘটে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের বিশলা গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিদের বিবরনে জানা যায় উক্ত গ্রামের ফেলারাম দুর্গাচরনের পুত্র সুভাষ চন্দ্র, ফুলকুমার চন্দ্র ও রাজকুমার চন্দ্রদের সহিত একই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্রের পুত্র নেপাল চন্দ্র এবং নেপাল চন্দ্রের পুত্র খুশি চন্দ্রের সাথে জমাজমি সংক্রন্ত বিরোধ চলে আসছিল, এরই জেরে নেপাল ও খুশি চন্দ্র দুর্গাচরনের পুত্রগনের পৈত্রিক ভোগ দখলীয় জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাড়াটিয়া লোকজন নিয়ে একাধিকবার জবর দখরের চেষ্ঠা চালায়। উপায় না পেয়ে দুর্গাচরনের পুত্রগন বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার প্রার্থনা করে, বিজ্ঞ আদালত তাদের প্রার্থনা মুন্জুর করে ১৪৪ ধারা বলবৎ করার আদেশ প্রদান করে। এতে নেপাল ও খুশি চন্দ্র ও তাদের ভাড়াটিয়া লোকজন সহ ক্ষিপ্ত হয়ে গত সোমবার দিবাগত রাতে আগ্নেয়াস্ত্র লাইসেসকৃত বন্দুক, বেকী, রাম দা, পশু কুড়াঁল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ ফুলকুমার ও রাজ কুমারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার পুর্বক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আহত দুজনের অবস্থা আশংকা জনক। এদিকে মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় চিকিৎসাধীন ফুলকুমার ও রাজকুমারের অনপুস্থিতিতে পুনরায় লোকজন সহ নেপাল ও খুশিচন্দ্র তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। হামলার খবর পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ পঙ্কজ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com